Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

অনুসন্ধান করুন

# শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায় যোগাযোগ
নবরত্ন মন্দির

হাটিকুমরুল, উল্লাপাড়া,সিরাজগঞ্জ।

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যেকোন বাসে চড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তর নেমে রিক্সা/ভ্যানগাড়ী/সিএনজি যোগে প্রায় ১(এক) কিলোমিটার দূরের নবরত্ন মন্দিরে ঘুরে আসতে পারবেন। দেশের পূর্বাঞ্চলের ভ্রমন পিয়াসীগণ রাজধানী ঢাকার কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল হতে অথবা মহাখালী বাসটার্মিনাল হতেও ঢাকা হতে বগুড়াগামী অথবা ঢাকা হতেরাজশাহী গামী যেকোন বাসে চড়ে ভ্রমন করতে পারবেন। এছাড়া যাহারা রাজশাহী তথা পশ্চিমাঞ্চল বা রংপুর, দিনাজপুর, বগুড়া তথা উত্তরাঞ্চল হতে ভ্রমণে আগ্রহী অথবা যশোর, খুলনা, কুষ্টিয়া, পাবনা তথা দক্ষিনাঞ্চল হতে ভ্রমনে আগ্রহী তাহারা স্ব-স্ব অঞ্চল হতে সিরাজগঞ্জগামী বিভিন্ন বাসযোগে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তর এসে নেমে রিক্সা/ভ্যানগাড়ী/সিএনজি যোগে প্রায় ১(এক) কিলোমিটার দূরের নবরত্ন মন্দিরে ঘুরে আসতে পারবেন।

ভাড়াঃ ঢাকা হতে সাধারণত ভাড়া ৩০০/- এবং এসি বাস ৪০০-৪৫০/- ভাড়ায় যাতায়াত করা যায়।

 

0