একটি প্রাচীন জনপদের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ভিন্নমাত্রিক স্মারক তার প্রত্নতাত্বিক বিষয়ের গৌরবে স্থাপত্য শিল্পের নান্দনিক সৌন্দর্যে। উল্লাপাড়া এ দুটো ক্ষেত্রে যে মোটেই পশ্চাদপদ নয় কতিপয় দৃষ্টান্ত দিলে তা স্পষ্ট হবে।
নিদর্শনাদি ও প্রত্ন সম্পদ হিসাবে মক্কাউলিয়া মসজিদ (দারোগাপাড়া পঞ্চদশ শতাব্দী), হযরত বাগদাদী (রঃ) এর মাজার শরীফ (গয়হাট্টা), পাচঁ পীরের মাজার (আঙ্গারু), চৈত্রহাটি, চতুদর্শ শতাব্দীর নবরত্ন মন্দীর (হাটিকুমরুল) প্রত্নতাত্তিক স্থাপনা উল্লেখযোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস