বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রদত্ত সেবা সমূহ
* নতুন ভোটার অন্তর্ভূক্তি করা।
* ভোটার স্থানান্তর করা।
* জাতীয় পরিচয়পত্র সংশোধন করা।
* হারানো জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি।
* সকল ধরনের নির্বাচনে ভোট কেন্দ্র নির্ধারণ করা।
* জাতীয় ও স্থানীয় সকল পর্যায়ের নির্বাচনের আয়োজন করা।
* EMS (Election Management System)
*CIMS (CandidateInformation Management System)
* RMS (Result Management System)
* স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান।
নতুন ভোটার অর্ন্তভূক্তি (নতুন ভোটার)
কোন ব্যক্তি ভোটার হতে চাইলে নির্ধারিত (ফরম-2)এর সাথে নিম্নবর্ণিত কাগজাদির সংযুক্ত করতে হবে।
* শিক্ষাগত যোগ্যতার সনদ সমূহ।
* জন্ম নিবন্ধন সনদ।
* পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি (প্রবাসী ভোটারের ক্ষেত্রে)
* সংশ্লিষ্ট এলাকার নাগরিক সনদপত্র/প্রত্যয়নপত্রের মূলকপি।
ভোটার স্থানান্তর
ভোটার স্থানান্তর করতে হলে নির্দিষ্ট (ফরম-13)এর সাথে নিম্নবর্ণিত কাগজাদির সংযুক্ত করতে হবে।
* 13 নং ফরম এর অপর পৃষ্ঠায় স্থানীয় জনপ্রতিনিধির স্বাক্ষর-সীল ও NID নম্বর।
* পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
* বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল (যদি থাকে)
* চৌকিদারী কর রশিদ/পৌরকর রশিদ)
জাতীয় পরিচয়পত্র সংশোধন
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চাইলে নির্ধারিত ফরম এর সাথে নিম্নবর্ণিত কাগজাদির সংযুক্ত করতে হবে।
* জে.এস.সি/এস.এস.সি এর সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
* অনলাইন জন্ম নিবন্ধন সনদ (বাংলা ও ইংরেজি)
* সার্ভিস বহির সত্যায়িত ফটোকপি (চাকুরিজীবি হলে)
* পেনশন বহির সত্যায়িত ফটোকপি (চাকুরিজীবি হলে)
* পাসপোর্ট/ডাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি।
* নিকাহ্ নামা ও তালাক নামার মূল জাবেদা নকল।
* জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট এর মূল কপি।
* প্রয়োজনে ওয়ারিশান সনদসহ পিতা-মাতা/ভাই-বোন/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র।
* ফি বাবদ 200/- টাকার ট্রেজারী চালানের কপি (কোড নং-1-0601-0001-1847) এবং ভ্যাট বাবদ 30/- টাকার ট্রেজারী চালানের কপি (কোড নং-1-1133-0020-0311)।
হারানো জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি
হারানো জাতীয় পরিচয়পত্র পেতে চাইলে নির্ধারিত ফরম এর সাথে নিম্নবর্ণিত কাগজাদির সংযুক্ত করতে হবে।
* নিকটস্থ থাানায় আইডি/ভোটার নম্বর দিয়ে জিডি (সাধারণ ডায়েরী)করে উক্ত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
* ফি বাবদ 200/- টাকার ট্রেজারী চালানের কপি (কোড নং-1-0601-0001-1847) এবং ভ্যাট বাবদ 30/- টাকার ট্রেজারী চালানের কপি (কোড নং-1-1133-0020-0311)।
জাবেদা নকল/জাতীয় পরিচয়পত্রের যাচাই কপি প্রদান
* জাবেদা নকল/জাতীয় পরিচয়পত্রের যাচাই কপি প্রাপ্তির জন্য ফি বাবদ 200/- টাকার ট্রেজারী চালানের কপি (কোড নং-1-0601-0001-2681) এবং ভ্যাট বাবদ 30/- টাকার ট্রেজারী চালানের কপি (কোড নং-1-1133-0020-0311)।
* উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস