উপজেলা তথ্য ও সেবা কেন্দ্রে ইউপি সচিবদের ৫দিন ব্যাপী কর্মশালা (১ম ব্যাচ) শুরু হয়েছে গত ১৭-০৪-২০১৪ শেষ হবে ২২-০৪-২০১৪ইং তারিখ পর্যন্ত। এখানে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭জন ইউপি সচিবদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশাল শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ শামীম আলম, উপজেলা নির্বাহী অফিসার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
এখানে সচিবদের কম্পিউটার পরিচিতি, এক্সেল, ইন্টারনেট চালু ও ব্রাউজিং, মনিটরিং টুল আপলোড, ওয়েব পোর্টাল, ইমেইল আদান প্রদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক হিসাবে মোঃ মহসীন দুলাল, টেকনিশিয়া, উপজেলা পরিষদ এবং উপজেলা তথ্য ও সেবা কেন্দ্রেরর ২জন উদ্যোক্তা মোঃ রায়হান আলী ও মোছাঃ জলি খাতুন ।
প্রশিক্ষনের আয়োজন করেন, উপজেলা তথ্য ও সেবা কেন্দ্র । কারণ ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখেছে তা বাস্তবায়ন করার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার এই কর্মশালার আয়োজন করেছেন। এখানে উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রতিদিন পরির্দশন করেন এবং প্রশিক্ষণের বিষয়ে জানতে চান। এর মধ্যে একজন সচিব বলেন যে, আমাদের কম্পিউটার সমন্ধে যে ভুল ধারণা ছিল তা এই প্রশিক্ষণের মধ্যে থেকে দূর হবে। আমরা আগে কম্পিউটার চালু করা বা বন্ধ করা জানতাম না। কিন্তু এই প্রশিক্ষনের ১ম দিনে তা শিখতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। তাই আমি আমার ব্যাক্তিগত এবং সকলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের ট্রেইনারদের ধন্যবাদ জানাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস