Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

যোগযোগ ব্যবস্থা:

 

উপজেলায় পাকা রাস্তা ৭৮ কিমি, আধাপাকা রাস্তা ৩৪কিমি, কাচা রাস্তা ৫৯১কিমি, রেলপথ ২১কিমি, রেল ষ্টেশনঃ ৩ টি এবং নৌপথ ৬৭ নটিক্যাল মাইল।

 

রাজধানী ঢাকা থেকে উল্লাপাড়া উপজেলা চত্ত্বরে আসতে হলে:

 

বাসযোগে-

রাজধানী ঢাকা হতে উত্তরবঙ্গের যে কোন বাসে সরাসরি বঙ্গবন্ধু বহুমুখী সেতু (যমুনাসেতু) হয়ে সিরাজগঞ্জ গোলচত্বরের দক্ষিণদিকে পাবনা রোড হয়ে উল্লাপাড়া বাজার বাসস্ট্যান্ডে নামতে হবে। সময় লাগবে আনুমানিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা (যদি রাস্তায় কোন সমস্যা না থাকে)। এখান হতে আপনি রিক্স, ভ্যান, অথবা  অটোরিক্সা   যোগে পূর্ব দিকে  এসে উল্লাপাড়া থানা হয়ে উল্লাপাড়া উপজেলা চত্ত্বরে আসতে হবে। রিক্স, ভ্যান, অটোরিক্সা হলে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট।

 

ট্রেনযোগে- রাজধানীর কমলাপুর স্টেশন হতে সরাসরি আন্ত:নগর ট্রেনে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এ নামতে হবে।সময় লাগবে প্রায়  চার থেকে সাড়ে চার ঘন্টার মতো। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে আপনি রিক্সা, ভ্যান অথবা অটোরিক্সা যোগে সরাসরি উল্লাপাড়া উপজেলা চত্ত্বরে আসতে পারবেন। এতে সময় লাগবে প্রায় ১০ থেকে ১৫ মিনিট।